বিশ্ব বিদ্যালয় মেডিক্যাল

পূর্বের নিয়মেই বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার দাবি বিপিএমসিএর

এমবিবিএস কোর্সে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ-৪ এর পরিবর্তে আগের মতো ৩.৫০ বহাল রাখার আবেদন জানিয়েছে সংগঠনটি। নতুবা বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে। তাছাড়া যেসব বিদেশি শিক্ষার্থী আসতেন তারা অন্য দেশে পড়তে চলে যাবে বলে জানিয়েছে বিপিএমসিএ।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি এম এ মুবিন খান এবং সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান বৃহস্পতিবার (২৩ মার্চ) স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

লিখিত আবেদনে বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় দেশি শিক্ষার্থীদের সরকারি নিয়মে সাংবিধানিকভাবে মৌলিক অধিকার বহাল রেখে ভর্তির সুযোগ দিতে হবে। বিদেশি শিক্ষার্থীদের জীববিজ্ঞানে হঠাৎ করে এককভাবে ন্যূনতম জিপিএ-৪ এর পরিবর্তে পূর্বের ন্যায় ৩.৫০ বহাল রাখতে হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে দেশি ও বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিপিএমসিএ তাদের আবেদনে পর্যবেক্ষণ তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *