সাহিত্য

পহেলা ফেব্রুয়ারী বইমেলার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী

বাঙালি লেখক-পাঠক-প্রকাশকের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা শুরু হচ্ছে বুধবার (১ ফেব্রুয়ারি)। ওইদিন বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে চলছে শেষপর্যায়ের প্রস্তুতি। এবারের বইমেলার প্রতিপাদ্য হলো ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ এবার বইমেলায় কাঠামো, অবস্থান ও আয়তনসহ বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বইমেলা নিয়ে বাংলা একাডেমির এক সংবাদ সম্মেলনে মেলার সামগ্রিক তথ্য তুলে ধরেন বাংলা একাডেমির সদস্য সচিব কেএম মুজাহিদুল ইসলাম। সম্মেলনে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *