সাজেশন

পঞ্চম শ্রেণি – গণিত | অধ্যায় ২

অধ্যায় ২

১. প্রশ্ন: ভাজক ২৪৫, ভাগফল ২৮৪, ভাগশেষ ১৫৮ হলে ভাজ্য কত?

উত্তর: ৬৯৭৩৮

২. প্রশ্ন: ৩৮৭২ ÷ ১০ এখানে ভাগশেষ কত?

উত্তর: ভাগশেষ ২

৩. প্রশ্ন: একটি সামাজিক কাজে ৩৬৭টি পরিবার প্রত্যেকে ১০ টাকা করে দিলে মোট কত

টাকা হয়?

উত্তর: ৩৬৭০ টাকা

৪. প্রশ্ন: কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান ৮০০ মিটার হলে ৫ চক্র সমান কত মিটার হবে?

উত্তর: ৪০০০ মিটার

৫. প্রশ্ন: কোনো পরিবারে প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগলে ৪ দিনে কত গ্রাম চাল লাগবে?

উত্তর: ২৬০০ গ্রাম

৬. প্রশ্ন: একটি বই তৈরিতে ১২৮ তা কাগজ লাগলে ১০টি বই তৈরি করতে কত তা কাগজ লাগবে?

উত্তর: ১২৮০ তা

৭. প্রশ্ন: একটি কারখানায় একজন কর্মচারী মাসে ৮০০০ টাকা বেতন পেলে ৫ জন কর্মচারীর জন্য প্রতি মাসে কত টাকা লাগবে?

উত্তর: ৪০০০০ টাকা

৮. প্রশ্ন: আমজাদ সাহেব এক মাসে ৮৫০ টাকা সঞ্চয় করেন। ১ বছরে তিনি কত টাকা সঞ্চয় করবেন?

উত্তর: ১০২০০ টাকা

৯. প্রশ্ন: একটি বাক্সে ২৫০টি প্যাকেট থাকলে ২টি বাক্সে কতটি প্যাকেট থাকবে?

উত্তর: ৫০০টি

১০. প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?

উত্তর: প্রথমে

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

সূত্র : প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *