আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিনস। জেসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ক্ষমতাসীন লেবার পার্টির সমর্থন পেলেও হিপকিনস এখনই প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারছেন না। কারণ, আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন জেসিন্ডা। এরপর রাজা তৃতীয় কিং চার্লসের পক্ষে গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী হিসেবে হিপকিনসকে নিয়োগ দেবেন।

ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত ১৯ জানুয়ারি হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন জেসিন্ডা। প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও জেসিন্ডা নির্বাচন পর্যন্ত পার্লামেন্টের সদস্য থাকবেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা।

আগামী ১৪ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনেও প্রধানমন্ত্রী প্রার্থী হবেন না বলে জানিয়েছেন জেসিন্ডা আরডার্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *