স্কলারশিপ

দ্যা ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে স্কলারশিপ নিয়ে অংশগ্রহণের সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যে। ওয়ান ইয়াং ওয়ার্ল্ড স্কলারশিপ এর আওতায় নির্বাচিত ১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের ১৯০টির বেশি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৩।

দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট-টি যুক্তরাজ্যের বেলফাস্টে চলতি বছরের ২ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। নেতৃত্বের দক্ষতাসম্পন্ন তরুণ, যাঁরা জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ নিতে চান, তাঁদের জন্যই এই বৃত্তি। এ ছাড়া যাঁরা দেশে বা বিদেশে শিক্ষা ও দক্ষতা বাড়িয়ে কাজ করতে চান, তাঁরাও এই বৃত্তির আবেদন করতে পারবেন।

যোগ্যতাসমুহ
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
* চলতি বছরের ২ থেকে ৫ অক্টোবর যুক্তরাজ্যের বেলফাস্টে অনুষ্ঠেয় দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে সার্বক্ষণিক থাকার মানসিকতা থাকতে হবে।
* ইতিবাচক পরিবর্তনের জন্য প্রমাণিত প্রতিশ্রুতি থাকতে হবে।
* নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
* স্থানীয় ও বৈশ্বিক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে।
* জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জ বা শিক্ষা এবং দক্ষতাভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রভাবশালী ও উদ্ভাবনী সমাধান তৈরির রেকর্ড থাকতে হবে।

প্রোগ্রামে যা যা থাকবেঃ
* কার্বন নির্গমন হ্রাস করে এমন প্রচেষ্টা করা, একটা মাপকাঠি নির্দিষ্ট করা।
* প্রযুক্তি, সক্রিয়তা, অনুষ্ঠান, নীতি, প্রাকৃতিক সমাধান বা অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হ্রাস করা।
* জলবায়ু মোকাবিলার পদক্ষেপ নিতে সম্প্রদায়ের মধ্যে বা বিশ্বজুড়ে ব্যক্তিদের ক্ষমতায়ন।
* জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের প্রভাব হ্রাস এবং স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য পরিকল্পনা ও কৌশল তৈরি।
* দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির কারণে যারা পিছিয়ে আছে, তাদের জন্য শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
* মেধার ঘাটতি আছে, এমন এলাকাসহ ভবিষ্যত কর্মশক্তির জন্য প্রস্তুত করতে দক্ষতা বিকাশ বা শেখার সুযোগ।
* উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, নতুন ধরনের কর্মসংস্থান সৃষ্টি বা কর্মসংস্থানের ঐতিহ্যগত বাধা অতিক্রম করার সুযোগ।

আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে ক্লিক করুন  https://www.oneyoungworld.com/form/oyw-leading-scholars-2023  

সুযোগ-সুবিধাসমূহ
* প্রোগ্রামের সম্পূর্ণ খরচ বহন করা হবে।
* বিমানে যাওয়া–আসার খরচ প্রদান করবে।
* প্রোগ্রাম চলাকালীন সময় হোটেলে থাকার ব্যবস্থা করবে।
* প্রোগ্রাম চলাকালীন সময় ক্যাটারিং, সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা।

বিস্তারিত জানতে ক্লিক করুন  https://www.oneyoungworld.com/scholarships/leading-asia-scholarship-2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *