কলেজ বার্তা বিদ্যালয় বার্তা সর্বশেষ

দেশে শিক্ষার হার ৮০ শতাংশের বেশি

স্বাস্থ্যামন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিক্ষার মাধ্যমে একটি পরিবার, এলাকা ও জাতি উন্নত হয়। দেশ এগিয়ে যায়। আজকে দেশে শিক্ষার হার ৮০% এর বেশি। স্বাধীনতার সময় এই হার ২০%ও ছিল না। সে কারণে আজকে বংলাদেশ মধ্যম আয়ের দেশ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে মনিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন। তারপরে ২০১৩ সাল থেকে সরকারিকরণ আবার শুরু করেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশকে আখায়িত করা হয়েছিল বটমলেস বাস্কেট। কারণ দেশ দরিদ্র, অবকাঠামো নেই, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা ভালো ছিল না। এমন অবস্থায় বঙ্গবন্ধু জাতির জনক বাংলাদেশটা পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *