স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

ঢাবিতে গবেষণা কর্মের ফল উপস্থাপনের লক্ষ্যে কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্যবিজ্ঞান বিভাগের তিনটি গবেষণা কর্মের ফল উপস্থাপনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগীয় মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ‘সেন্টিনিয়াল রিসার্চ গ্রান্টস’ প্রকল্পের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এতে সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

অনুষ্ঠানে পৃথকভাবে গবেষণার ফলাফল উপস্থাপন করেন তিনটি গবেষণা প্রকল্পের প্রধান গবেষক যথাক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান, অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. শংকর চন্দ্র মণ্ডল।

গবেষণা কর্ম পরিচালনার জন্য গবেষকদের আন্তরিক ধন্যবাদ জানান প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সাধারণ মানুষের কল্যাণ, জীব-বৈচিত্র সংরক্ষণ ও দেশের সার্বিক উন্নয়নে এসব গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *