বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন পার্কের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদ্বোধন হয়েছে শামীম সিকদার ভাস্কর্য পার্কের। স্বাধীনতা সংগ্রাম চত্বরের নাম পরিবর্তে নতুন নামে প্রতিষ্ঠিত হওয়া নান্দনিক এই পার্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রায় আড়াইশ ভাস্কর্য সম্বলিত এই পার্কে প্রবেশ করতে লাগবে না টিকিট।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শামীম শিকদার ভাস্কর্যের কিউরেটর মো. ইমরান হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তবে উন্মুক্ত পার্কের বিরোধিতা করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সপ্তাহে ৭ দিনসহ সকল সরকারি ছুটির দিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে এ পার্ক। তবে শুক্রবার, শনিবার ও সকল ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে পার্কটি।  তবে ক্যাম্পাসে এমন উন্মুক্ত পার্কের বিরোধিতা করছেন সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যহত হবে বলে দাবি তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *