কলেজ বার্তা

ঢাকা কলেজে আজ থেকে শুরু হচ্ছে বিজ্ঞানমেলা

ঢাকা কলেজে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৮ম ঢাকা কলেজ সাইন্স ক্লাব (ডিসিএসসি) জাতীয় বিজ্ঞানমেলা ২০২৩। কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘আধুনিকীকরণে অভিযোজন’ শ্লোগানে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান উৎসব। ঢাকাসহ সারাদেশের প্রায় ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।

কলেজের শহিদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে বিজ্ঞান উৎসবের পর্দা উঠবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রাহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *