স্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গু : গত ২৪ ঘন্টায় আরো ৯ জন আক্রান্ত

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। তবে এসময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ছয়জন। বাকি তিনজন ঢাকার বাইরের। গত ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬৮২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হ ৩৫৮ জন।

অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩৩ জন। তাদের মধ্যে ঢাকার ৩০১ জন ও ঢাকার বাইরের ৩৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *