কলেজ বার্তা

জেলের ভেতরেই নেওয়া হচ্ছে আরাফাতের এইচএসসি পরীক্ষা

জয়পুরহাট জেলা কারাগারে বসে পরীক্ষায় অংশ নিয়েছেন  আরাফাত রহমান নামের এক এইচএসসি পরীক্ষার্থী। তিনি ঐ জেলার পাঁচবিবি উপজেলার বাসিন্দা ও মহীপুর হাজি মহসীন সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। ওই পরীক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে আছেন। জুলাই মাসের ২৭ তারিখ থেকে তিনি কারাগারে আছেন।

আদালতের নির্দেশ পাওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ

ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, কারাগারে বসে যাতে পড়াশুনা করতে পারে সেই জন্য কয়েকদিন আগে তাকে পাঠ্য বই দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে তার এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে।  আদালতের নির্দেশ পাওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ।

আরও বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা) শাইখা সুলতানা জানান, জয়পুরহাট জেলায় এবার ৮ হাজার ৯০০ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে এক পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *