খেলাধুলা

জিদানকে কটাক্ষ করায় ফ্রান্স ফুটবলের উপর ক্ষোভ ঝারলেন এমবাপ্পে

ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ২০১২ সালে দায়িত্ব নিয়েছিলেন দিদিয়ের দেশম। প্রায় এক যুগ আগে দায়িত্ব নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয় ও ২০২২ সালে দেশকে রানার্সআপ করেছিলেন তিনি। তাই ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

দেশমের সঙ্গে নতুন করে চুক্তি না করলে জিনেদিন জিদান ফ্রান্সের নতুন কোচ হতে পারেন, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। কিন্তু টানা দুটি বিশ্বকাপ ফাইনালে যে কোচ উঠতে পারেন, তার কদর বুঝে দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। বরং কদর না হলেই ব্যাপারটা অস্বাভাবিক লাগত।

কোচ ইস্যুতে তাকে নিয়ে ন্যাক্কারজনক এক মন্তব্য করেন ফরাসি ফুটবল ফেডারেশন প্রধান। ‘আরএমসি’র সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি জিদানকে (কোচ বানানোর ব্যাপার) নিয়ে কথা হচ্ছিল। তার অনেক সমর্থক আছে, কেউ কেউ দেশমের বিদায় চাইছিলেন। কিন্তু কে পারবে দেশমকে তীব্র তিরস্কার করতে? কেউই না।’

লে গ্রায়েত যোগ করেন, ‘জিদান ব্রাজিলের কোচ হবেন? তিনি যা খুশি, করতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমি কখনও তার সঙ্গে দেখা করিনি। আমরা কখনও দেশমের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ভাবিনি। তিনি যেখানে চান, যে ক্লাবে ইচ্ছে যেতে পারেন। জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন? অবশ্যই না। উনি ফোন করলে আমি ধরতামও না।’

জিদানের মতো কিংবদন্তির জন্য এমন মন্তব্য নিঃসন্দেহে অসম্মানজনক। বর্তমান সময়ে ফ্রান্স জাতীয় দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে তাই মুখ না খুলে থাকতে পারলেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লে গ্রায়েতের নিন্দা করে এমবাপে লিখেছেন, ‘জিদান মানেই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে কিছুতেই এভাবে অসম্মান করা যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *