বিদেশ শিক্ষা স্কলারশিপ

জার্মানিতে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং ফাউন্ডেশন

যে সকল আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বপ্ন স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করা তাদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং ফাউন্ডেশন। ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং স্কলারশিপ প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীরা জার্মানের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত কলেজগুলোতে স্নাতক,  স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।

সুযোগ-সুবিধা:
• সম্পূর্ণ টিউশন ফি।
• ভ্রমণ খরচ ।
• মাসিক ভাতা হিসাবে প্রতি মাসে € ৮৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার  টাকা) প্রদান করবে।
• আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা। €৭১  ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ৮ হাজার  টাকা) স্বাস্থ্য বীমা প্রদান করবে।
• ১২ মাসের ইন্টার্নশিপের সুযোগ।

যোগ্যতাসমূহঃ- 
• আন্তর্জাতিক এবং বিদেশী উভয় শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
• শরণার্থী মর্যাদা যাদের আছে তারাও আবেদন করতে পারবে।
• ইংরেজীতে দক্ষ হতে হবে।
• ছাত্র পরিষদ, যুব কর্ম, এনজিও বা অন্যান্য রাজনৈতিক সংগঠনে সক্রিয় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য যোগ্য।
• তবে যারা পূর্বে জার্মানের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ পেয়েছেন তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নন।

ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিম্নলিখিত ক্ষমতাগুলো পরীক্ষা করবে: ব্যক্তিত্ব, রাজনৈতিক চিন্তা, জ্ঞানের পরিসর এবং চাহিদা, সহনশীলতা, টিম ওরিয়েন্টেশন, ক্রিটিকাল অ্যাবিলিটি, আত্ম-প্রতিফলন।

যেভাবে আবেদন করবেন: 
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে। আবেদকারী স্কলারশিপের জন্য নির্বাচিত হলে ফাউন্ডেশন নির্বাচিত শিক্ষার্থীর কাছ থেকে ই-মেইলের মাধ্যমে অতিরিক্ত নথির জন্য অনুরোধ করবে।

আবেদনে করতে এবং বিস্তারিত জানতে  ক্লিক করুন https://www.fes.de/studienfoerderung/bewerbung

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *