সর্বশেষ

জামালপুরে ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

জামালপুরের বকশীগঞ্জে ১৮ বছরের নিচের বয়সী শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এজন্য শিক্ষার্থীদের উপর কড়া নজরদারি শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় ১৮ বছরের কম বয়সীদের মাঝে মোবাইল ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন ব্যবহারের কারণে কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তারা মুঠোফোনের মাধ্যমে নানা অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিষয়টি বিব্রত কিশোরদের অভিভাবকরাও।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নড়েচড়ে বসে বকশীগঞ্জ উপজেলা প্রাশাসন। এর অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে একাধিক মোবাইল জব্দ করা হয়। পরবর্তীতে ১৮ বছরের কম বয়সীদের মুঠোফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ  করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জানান, অল্প বয়সে মোবাইল আসক্তিতে শিশু কিশোর ও শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এর প্রভাব পড়ছে সমাজ ও শিক্ষা বিভাগে। তাই নজরদারিত্ব চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *