বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

জাবির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন আজ শনিবার (ফেব্রুয়ারি)। সমাবর্তনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন মোট ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী। উৎসবমূখর ক্যাম্পাসে সমাবর্তনের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। সর্বশেষ ২০১৫ সালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সময়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এ বছর জাবিতে সমাবর্তন হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

এবারের সমাবর্তনে ৩ ক্যাটাগরিতে মোট ১৬ জন গ্রাজুয়েটকে স্বর্ণপদক দেয়া হবে। সমাবর্তনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন মোট ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী। রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *