বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় বদলে গেলে বাংলাদেশও বদলে যাবে : ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মশিউর রহমান বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে মানচিত্রসম সেই প্রতিষ্ঠান, যেটি বদলে দিলে বাংলাদেশ বদলে যাবে। ২ হাজার ২৫৭টি প্রতিষ্ঠান যদি দেশের বিভিন্ন জায়গায় বসান এটিই বাংলাদেশের মানচিত্র। এখানে যে ৩৫ লক্ষ শিক্ষার্থী পড়েন এবং তাদের পরিবার- এরাই বাংলাদেশের মূল ধারা। এখানেই শিল্প, সাহিত্য ও বাংলাদেশের সংস্কৃতি। এখানেই ক্রীড়া, এখানেই শিক্ষা। এখানে যদি বদলে ফেলতে পারি তাহলে বাংলাদেশ বদলে যাবে।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের অডিটোরিয়ামে ‘প্রফেশনাল কলেজের ব্যবস্থাপনা, অ্যাকাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বিষয়ক কর্মশালা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আদর্শ শিক্ষক হওয়া সাধনার বিষয় বলে মনে করেন প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, দেশপ্রেমিক প্রজন্ম গড়তে হলে আদর্শ শিক্ষক বড় প্রয়োজন। শিক্ষকদের হাতেই তৈরি হবে সৃজনশীল, সৃষ্টিশীল, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *