খেলাধুলা

গেতাফেকে হারিয়ে লা-লীগার শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লীগের ম্যাচে গেটাফেকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ব্যবধান ছয় পয়েন্টে বাড়ায় বার্সেলোনা। রোববার পরের ম্যাচে মাদ্রিদ ক্লাব অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে তা ফের তিন পয়েন্টে নামিয়ে আনে।

১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট বার্সার। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

গেতাফের বিরুদ্ধে ম্যাচে জাভি হার্নান্দেজ তার নিয়মিত দলে বেশ কয়েকটি পরিবর্তন আনেন। বুধবার রিয়াল সোসিয়েদাদের ম্যাচ সামনে রেখে রবার্ট লেভানডোভস্কি, রোনাল্ড আরাউজো ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে বিশ্রাম দেন তিনি।

আনসু ফাতি কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৩৪তম মিনিটে পেদ্রি গোলমুখ খোলেন। রাফিনহার পাস ধরে খালি জালে বল জড়ান তিনি। প্রায় ৭০ শতাংশ বল দখলে রেখে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে বার্সা। ব্যবধান বাড়াতে পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি তারা। পুরো ম্যাচে আর লক্ষ্যে শট রেখেছিল চারটি।

ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা আজ রাতে সেরাটা দিতে পারিনি, ঘরের মাঠে এটা আমাদের সেরা খেলা নয় এবং আমাদের অনেক উন্নতি করতে হবে। কিন্তু আমরা তিন পয়েন্ট পেয়েছি, এটা অনেক বড়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *