বিদেশ শিক্ষা স্কলারশিপ

কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ

অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার। অধিকাংশ শিক্ষার্থীর উচ্চশিক্ষা নেয়ার ক্ষেত্রে বেশি আগ্রহ থাকে উত্তর আমেরিকা, ইউরোপ অথবা অস্ট্রেলিয়ার ডিগ্রিগুলোর প্রতি। কিন্তু বর্তমানে অনেকে এখন উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়াকে বেছে নিচ্ছে কারণ দিন দিন দক্ষিণ কোরিয়া গবেষণা খাতে অনেক এগিয়ে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ২০২৩ অর্থবছরে বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির জন্য আগামী ২ মার্চ থেকে আবেদন করা যাবে, যা চলবে ৮ মার্চ পর্যন্ত।
 
যোগ্যতা
* বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য হতে হবে
* স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তবে পিএইচডি ডিগ্রি থাকলে চলবে না
*সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৩ সেমিস্টারে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে

আবেদন শুরু
২ মার্চ ২০২৩, সকাল ১০টা

আবেদন শেষ
৮ মার্চ ২০২৩, বিকেল ৫টা

আবেদন যেভাবে
* বৃত্তির জন্য প্রাথমিক আবেদন করতে হবে অনলাইনে এই ঠিকানায় en.snu.ac.kr/admission
* আবেদন ফরম, ব্যক্তিগত তথ্যাবলি এবং স্টাডি প্ল্যানের ফরম পাবেন পিডিএফ ফাইলে
oia.snu.ac.kr এই লিংকেও পাবেন প্রয়োজনীয় ফরমগুলো।

ডকুমেন্ট সাবমিশন
২ থেকে ৩১ মার্চ ২০২৩

প্রাথমিক বাছাইয়ের ফলাফল ঘোষণার তারিখ
২৩ জুন ২০২৩, বিকেল ৫টা

সাক্ষাৎকার
জুলাই ২০২৩

চূড়ান্ত ফলাফল
জুলাই ২০২৩

সুযোগ সুবিধা
* ৬ সেমিস্টারের পুরো টিউশন ফি
* প্রতি মাসে প্রায় ১,২২,০০০ থেকে ১,৬২,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড। ৩-৪ বছরের জন্য প্রতি মাসে দেওয়া হবে এই টাকা
* কোরিয়া থেকে নিজ দেশে আসা-যাওয়ার রাউন্ড ট্রিপ বিমান টিকিট
* কোরিয়ান ভাষা শিক্ষার প্রশিক্ষণ
* স্বাস্থ্য বিমা
* চাইল্ড কেয়ার সাপোর্ট (অবস্থা অনুযায়ী)

(সকল তারিখ এবং সময় কোরিয়ান স্ট্যান্ডার্ড সময়ে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *