কলেজ বার্তা

কেন্দ্র সচিবের ভুলে ‘বি’ গ্রেড পেয়ে বিপাকে ৭৫০ শিক্ষার্থী

কেন্দ্র সচিবের ভুলে পিরোজপুর জেলার ইন্দরকানী কেন্দ্রের এসএসসির ৭৫০ জন পরীক্ষার্থীর সবাই একটি বিষয়ে ‘বি‘ গ্রেড পেয়েছে। এতে অন্য সব বিষয়ে ‘এ প্লাস’ পেয়েও ভালো কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না অনেকেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় গত বছরের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার প্রায় ৭৫০ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। কিন্তু পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নে ক্যরিয়ার বিষয়ে বোর্ডের নির্দেশিত ৫০ নম্বরের পরিবর্তে ২৫ নম্বর পাঠায় কর্তৃপক্ষ। এতে সব পরীক্ষার্থীর নম্বরপত্রে বিষয়টিতে ‘বি’ গ্রেড এসেছে। এতে পরীক্ষার্থীরা মোট নম্বরও কম পেয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাওয়া নম্বরপত্রে দেখা যায়, ইন্দুরকানী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তাহসিন বিন আহসান বিজ্ঞান বিভাগে দশ বিষয়ের সব ক’টিতে জিপিএ-৫ পেলেও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পেয়েছে ‘বি’ গ্রেড। অন্যরাও একই গ্রেড পেয়েছে।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া ঈমনের অভিভাবক মো. ফরিদ গাজী বলেন, সচিবের ভুলের কারণে তাঁর ছেলে ‘বি’ গ্রেড পেয়েছে। নম্বর কম পাওয়ায় ভালো কলেজে ভর্তির সুযোগ পায়নি সে।

পরীক্ষা কেন্দ্রের সহকারী হল সুপার ও সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, কেন্দ্রের সব বিদ্যালয়ের ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সচিব না জেনে ৫০ নম্বরের পরিবর্তে ২৫ দিতে বলায় এ সমস্যা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও ইন্দুরকানী সরকারি সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা বলেন, সার্বিক দায়দায়িত্ব কেন্দ্র কমিটির, সচিবের একার নয়। একজন শিক্ষক ভুল তথ্য দেওয়ায় ২৫ নম্বর পাঠানোয় সবার ‘বি’ গ্রেড এসেছে। এ বিষয় যাঁরা জানেন, তাঁরা সহযোগিতা না করায় এ সমস্যা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *