বিদ্যালয় বার্তা সর্বশেষ

কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে পাঁচ পরীক্ষার্থী

চলমান এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন কারাগারে থেকেই পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচ শিক্ষার্থী। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে তাদের এসএসসি পরীক্ষা শুরু হয়। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৮ হাজার ১০২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ৩৬২ জন, অনিয়মিত ৭৮২ জন এবং মান উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৮১ জন। এ ছাড়া এ বছর ১০৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিচ্ছে ২২ জন ও কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছে পাঁচ শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, যশোর পুলেরহাটের কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি হিসেবে রয়েছে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরমান তালুকদার। সে ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তার রোল নম্বর ৪১৫৬৫৯। তার পরীক্ষার মূল কেন্দ্র ছিল কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়। কারাগারে থাকায় যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে তার পরীক্ষা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *