বিদেশ শিক্ষা স্কলারশিপ

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্নাতক ,স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতক ,স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। একাডেমিক কৃতিত্বের ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হবে এবং শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে ভর্তির ক্ষেত্রে স্কলারশিপের জন্য বিবেচিত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৩।

সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় কানাডার একটি শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর ৩,০০০ এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে সুবিধা প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়টি চিকিত্সা ক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত।

স্নাতক প্রোগ্রামের জন্য স্কলারশিপের সময়কাল ৪ বছর ,স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সময়কাল ২ বছর এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য সময়কাল ২ বছর।

সুযোগ সুবিধাসমূহঃ 
সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীরা যখন ভর্তির জন্য আবেদন করবে তখন সক্রিয়ভাবে নিম্নবর্ণিত স্কলারশিপগুলোর জন্য বিবেচিত হবে।

• গ্যারান্টেড এন্ট্রান্স স্কলারশিপ: এই বৃত্তির আওতায়  ৫০০ থেকে ৩,০০০ ডলার পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় ।
• বেস্ট এবং ব্রাইটেস্ট এন্ট্রেন্স বৃত্তি।
• জর্জ এবং মার্শা আইভানি প্রেসিডেন্ট ফার্স্ট স্কলারশিপ: বার্ষিক ১০,০০০ ডলার (৪ বছরেরও বেশি সময় ধরে ৪০,০০০ ডলার) প্রদান করে থাকে।
• চ্যান্সেলর স্কলারশিপ: প্রতি বছর, ৭,৫০০ (৪বছরের জন্য মোট ৩০,০০০ ডলার) প্রদান করে থাকে।
• ইউ অব এস এন্ট্রান্স স্কলারশিপের: ৪ বছরের জন্য প্রতি বছর ৬০০০ ডলার প্রদান করে থাকে।
• এডওয়ার্ডস আন্ডারগ্রাজুয়েট বৃত্তি: মোট ২৪,০০০ ডলার পুরষ্কার প্রদান করে থাকে।
• কলেজ অফ এগ্রিকেশন এবং বায়ো-পুনর্নবীকরণযোগ্য প্রবেশ বৃত্তি: ৪ বছরের জন্য ৩০০০ ডলার প্রদান করে থাকে।

যোগ্যতাসমূহঃ 
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে ।
• স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• স্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক ডিগ্রী থাকতে হবে।
• পিএইচডির জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
• ইংরেজিতে দক্ষ হতে হবে এবং ইংরেজী দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস, টোফেল) জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার ভর্তিচ্ছু একটি প্রোগ্রাম খুঁজে নিতে হবে। তারপরে ভর্তির প্রয়োজনী বিষয়গুলো জেনে নিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন https://admissions.usask.ca/requirements/deadlines.php

কীভাবে আবেদন করবেন জানতে ক্লিক করুন https://admissions.usask.ca/requirements/apply.php#1Findaprogram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *