স্বাস্থ্য ও চিকিৎসা

করোনায় নতুন শনাক্ত ৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪৫ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে নয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জনে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৪টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় দুই হাজার ২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ২২টি। নতুন করে নয়জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ছয়জন ঢাকার ও তিনজন সিলেট জেলার বাসিন্দা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৩৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক শূন্য ৩ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *