স্বাস্থ্য ও চিকিৎসা

করোনায় নতুন শনাক্ত ১৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে ৯ জন ঢাকা মহানগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে নওগাঁয় একজন, পাবনায় তিন জন ও দুইজন সিলেটের। তবে এসময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭০৩ জনে। এদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের ৮৮৪টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় এক হাজার ৭০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৭১২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *