বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

এ সপ্তাহেই শেষ হচ্ছে হাবিপ্রবির ভর্তি কার্যক্রম

তৃতীয় ধাপের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১২ টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহেই উক্ত ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তি করানোর মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা হবে।

হাবিপ্রবির গুচ্ছ ভর্তি কমিটির তথ্য অনুযয়ী, এসকল ফাঁকা আসনের মধ্যে গণিত বিভাগে ৪ টি,  সামাজবিজ্ঞান বিভাগে ৩ টি, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪ টি এবং ম্যানেজমেন্ট বিভাগে ১ টি আসন ফাঁকা রয়েছে।

এদিকে, শুধুমাত্র হাবিপ্রবি নয়, অধিকাংশ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এখনো ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি। ভর্তি সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু থাকায় মূলত ভর্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। অনেকেই শূন্য আসনের বিপরীতে এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার অন্য বিশ্ববদ্যিালয়ে মাইগ্রেট হয়ে চলে যাচ্ছেন। ফলে একই আসন একাধিকবার শূন্য হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *