খেলাধুলা

এসি মিলানকে ২ – ০ গোলে হারালো ইন্টার

প্রথমার্ধের ১১ মিনিটের মধ্যে জোড়া গোল করে একচেটিয়া আধিপত্য করল ইন্টার মিলান। বিরতির পর এসি মিলানও খানিকটা লড়াই চালিয়েছিল। তবে আপ্রাণ চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না তারা। ফলে নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রইল সিমোনে ইনজাগির দল।

বুধবার (১০ মে) রাতে সান সিরোয় সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। শুরুতেই জেকো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হেনরিখ মিখিতারিয়ান

এই জয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় পঞ্চমবারের দেখায় এই প্রথম এসি মিলানকে হারাল ইন্টার মিলান। আগের চার দেখায় দুবার জিতেছিল এসি মিলান, অন্য দুটি হয়েছিল ড্র।

মিলান ডার্বির এই ম্যাচে ইন্টারের নেওয়া প্রথম দুটি শটেই সাফল্য পায়। অষ্টম মিনিটে সতীর্থের কর্নারে ছয় গজ বক্সের বাইরে বাঁ পায়ের চমৎকার ভলিতে প্রথম গোলটি করেন অভিজ্ঞ ফরোয়ার্ড জেকো। এই গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে দ্বিতীয় বয়স্ক (৩৭ বছর ৫৪ দিন) ফুটবলার হিসেবে গোল করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *