সাজেশন

এসএসসি ২০২৩ – ভূগোল ও পরিবেশ | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২১. ইউরেনাসের উপগ্রহ কোনটি?

ক. টাইটান খ. মেরাডি

গ. অ্যারিয়েল ঘ. গ্যানিমেড

২২. সূর্যের ভর কত?

ক. ১.৯৯ × ১০১৩ কি.গ্রাম

খ. ১.৯৯ × ১০১২ কি.গ্রাম

গ. ১.৯৯ × ১০২৩ কি.গ্রাম

ঘ. ১.৯৯ × ১০০১৩ কি.গ্রাম

২৩. আমরা প্রতিদিন যে সূর্যটা দেখি সেটি

মূলত কী?

ক. একটি গ্রহ খ. একটি উপগ্রহ

গ. একটি নক্ষত্র ঘ. একটি উল্কা

২৪. রাতের আকাশের রুপালি চাঁদটা আসলে কী?

ক. গ্রহ খ. উপগ্রহ

গ. নক্ষত্র ঘ. উল্কা

২৫. নিজস্ব আলোর অধিকারী জ্যোতিষ্ককে কী বলে?

ক. গ্রহ খ. নক্ষত্র

গ. উল্কা ঘ. ধূমকেতু

২৬. কোন গ্রহের ২৭টি উপগ্রহ আছে?

ক. মঙ্গল খ. বৃহস্পতি

গ. শনি ঘ. ইউরেনাস

২৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

ক. ৭ মিনিট ৮ সেকেন্ড

খ. ৮ মিনিট ১৯ সেকেন্ড

গ. ১০ মিনিট ৯ সেকেন্ড

ঘ. ১৯ মিনিট ২০ সেকেন্ড

২৮. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

ক. ১১ কোটি কিলোমিটার

খ. ১৫ কোটি কিলোমিটার

গ. ২৫ কোটি কিলোমিটার

ঘ. ২৬ কোটি কিলোমিটার

২৯. আকাশের বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?

ক. গ্রহ খ. নক্ষত্র

গ. ধূমকেতু ঘ. সূর্য

৩০. জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির আবিষ্কৃত ধূমকেতুর নাম কী?

ক. ডায়মন্ড ধূমকেতু

খ. হ্যালির ধূমকেতু

গ. উইলসেন ধূমকেতু

ঘ. পিটার্স ধূমকেতু

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.গ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.খ ২৯.গ ৩০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সূত্র : প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *