সাজেশন

এসএসসি ২০২৩ – গার্হস্থ্যবিজ্ঞান | অধ্যায় ৩

অধ্যায় ৩

৩১. কয়টি উপায়ে উপযোগ বৃদ্ধি করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৩২. সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?

ক. আয়ত্তাধীন

খ. পরিচালনার যোগ্যতা

গ. উপযোগ

ঘ. সীমাবদ্ধতা

৩৩. একটি সম্পদের পরিবর্তে অন্য একটি সম্পদের ব্যবহারকে কী বলে?

ক. বিনিময় খ. বহুবিধ

গ. বিকল্প ঘ. রূপান্তর

৩৪. সম্পদের উপযোগ বাড়ানো যায় কীভাবে?

ক. স্থানান্তর করে

খ. একই স্থানে রেখে

গ. সম্পদ পরিবর্তন করে

ঘ. সম্পদ বৃদ্ধি করে

৩৫. কোন সম্পদ অর্জন করার জন্য বার বার চর্চা করার প্রয়োজন হয়?

ক. অর্থ খ. সময়

গ. দক্ষতা ঘ. দৃষ্টিভঙ্গি

৩৬. কোন সম্পদ অর্জনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়?

ক. শক্তি খ. অর্থ

গ. দক্ষতা ঘ. সময়

৩৭. কোন সম্পদটি পরিবারের সদস্যদের লক্ষ্য অর্জনে সাহায্য করে?

ক. সামর্থ্য ও দক্ষতা

খ. জ্ঞান ও অভিজ্ঞতা

গ. অর্থ ও সম্পদ

ঘ. রুচি ও অভ্যাস

৩৮. সীমিত সম্পদ কোনটি?

ক. অর্থ খ. জ্ঞান

গ. শক্তি ঘ. সময়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.গ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ক ৩৫.গ ৩৬.গ ৩৭.ক ৩৮.ঘ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

সূত্র : প্রথমআলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *