সাজেশন

এসএসসি জীববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১. কোনটি আদিকোষে থাকে?

ক. রাইবোজোম খ. প্লাস্টিড

গ. মাইটোকন্ড্রিয়া গ. রেটিকুলাম

২. লাইসোজোমের কাজ—

i. জীবাণু থেকে রক্ষা

ii. জীবাণুকে হজম করা

iii. অক্সিজেন সরবরাহ করা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে কী বলে?

ক. ভ্রূণ খ. জাইগোট

গ. স্পোর ঘ. বাঙাচি

৪. জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে কী গঠন করে?

ক. জীবদেহ খ. স্পোর

গ. সুবেরিন ঘ. নিউক্লিয়াস

৫. সুবেরিন নামক রাসায়নিক পদার্থ কোথায় থাকে?

ক. আদিকোষে

খ. প্রাণিকোষে

গ. কোষপ্রাচীরে

ঘ. গলজিবস্তুতে

৬. ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?

ক. সেলুলোজ খ. টিস্যু

গ. কাইটিন ঘ. লিগনিন

৭. কোষপ্রাচীর—

i. কোষকে দৃঢ়তা প্রদান করে

ii. কোষের আকার ও আকৃতি বজায় রাখে

iii. এটি প্রাণিকোষে থাকে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. মাইক্রোভিলাই কী?

ক. স্থিতিস্থাপক পর্দা

খ. কোষঝিল্লির ভাঁজ

গ. প্লাজমার তৈরি

ঘ. অঙ্গাণু

৯. প্লাজমোডেজমাটা —

i. পাশের কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে

ii. পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে

iii. এটি কোষগহ্বরের অংশ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন?

ক. বেনডা খ. লিনিয়াস

গ. গ্রাহাম ঘ. নিউটন

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.ক ৩.খ ৪.ক ৫.গ ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সূত্র : প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *