বিশ্ব বিদ্যালয় মেডিক্যাল

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না এসএসসি-১৮শিক্ষার্থীরা

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। তবে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ২০১৮ সালে এসএসসি উত্তীর্ণরা

জানা গেছে, গতকাল রোববার ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা ঠিক করা হয়। নীতিমালাটি প্রকাশের জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। নীতিমালায় এইচএসসি পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী ২০২২ ও ২০২১ সালে এইচএসসি এবং ২০২০ ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *