বিদ্যালয় বার্তা

এখনও সব বই পৌছাঁয়নি গাইবান্ধায়

বছরের একমাস পার হয়ে গেলেও  এখনও গাইবান্ধা প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষার্থীরা সব পাঠ্যবই পায়নি । পাঠ্যবইেয়র অভাবে বিঘ্নিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার প্রাথমিকস্তরে পাঠ্যবইয়ের মোট চাহিদার ৩৬ দশমিক ৪৫ ভাগ বই ২৪ জানুয়ারি পর্যন্ত গাইবান্ধায় আসেনি। এজন্য সবার হাতে সব বই তুলে দেওয়া সম্ভব হয়নি।

গাইবান্ধা জেলায় মোট ১ হাজার ৪৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চার লাখ তিন হাজার ৪৭৩ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বইয়ের চাহিদা পাঠানো হয়েছে মোট ২১ লাখ ৩৪ হাজার ১২৮টি। সেখানে পাওয়া গেছে বিভিন্ন শ্রেণির জন্য ১৩ লাখ ৫৬ হাজার ১৮৫টি বই।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, বই পেতে কিছুটা দেরি হলেও এ মাসে সব বই এসে যাবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন। শিক্ষার্থীরা সব বই না পেলেও বিশেষ ব্যবস্থায় লেখাপড়া অব্যাহত রয়েছে। ছাত্রছাত্রীদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *