বিদেশ শিক্ষা স্কলারশিপ

একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ুন যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে

দেড় মাসের একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রাম (সুসি)। এ প্রোগ্রামে স্নাতকোত্তর পর্যায়ে-২০২২ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ১৭ ডিসেম্বর-২০২২ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রোগ্রাম প্রতিষ্ঠানের পাঠক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেবে। ছয় সপ্তাহের এই কোর্স শুরু হবে ২০২৩ সালের জুনে।

এই প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে। আগামী ১৭ ডিসেম্বর-২০২২ বিকেল চারটা পর্যন্ত (ওয়াশিংটন ডিসি সময়) আবেদন করা যাবে।

যোগ্যতাসমূহ

• ইংরেজিতে সাবলীল হতে হবে।
• যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না।
• বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।
• যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে।
• যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।
• অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রী সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এছাড়া প্রোগ্রামবিষয়ক যেকোনো তথ্যের জন্য ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]

সুযোগ-সুবিধাসমূহ

• বিমানে আসা-যাওয়ার খরচ।
• ছয় সপ্তাহের প্রতি বেলার খাবার।
• আবাসন ব্যবস্থা।
• যুক্তরাষ্ট্রের ভেতরে সকল যাতায়াত খরচ।

আবেদনের শেষ সময়: ১৭ ডিসেম্বর-২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *