সাজেশন

এইচএসসি ২০২৩ – জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২

অধ্যায় ২

১. বেনেডিন ও হাউসার কোন জীবের গ্যামিটে হ্যাপ্লায়েড সংখ্যক ক্রোমোজোম লক্ষ করেন?

ক. Ascaris খ. Spirogyra

গ. Tenia ঘ. Ulothrix

১২. কত সালে স্ট্রাসবার্জার মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন?

ক. ১৮৮৮ খ. ১৯৮২

গ. ১৯৮৩ ঘ. ১৯৮৮

১৩. কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়?

ক. ডিপ্লোটিন খ. লেপ্টোটিন

গ. ডায়াকাইনেসিস ঘ. প্যাকাইটিন

১৪. মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

১৫. বাইভেলেন্ট সৃষ্টি হয় কোন উপধাপে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

১৬. কায়জমা তৈরি হয় কোন উপপর্যায়ে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

১৭. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

১৮. একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন–সিস্টার ক্রোমোটিভের মধ্যে অংশের বিনিময়কে কী বলে?

ক. ক্রসিং ওভার খ. টেস্ট ক্রস

গ. ব্যাক ক্রস ঘ. নন–ক্রসিং ওভার

১৯. সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন কে?

ক. রবার্ট হুক খ. সোয়ানসন

গ. মর্গার ঘ. এরিনবার্গ

২০. থমাস হান্ট মর্গান কোন উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার লক্ষ করেন?

ক. গম খ. ভুট্টা

গ. ধান ঘ. আখ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *