কলেজ বার্তা বিশ্ব বিদ্যালয়

এইচএসসি পাশকৃত সবাই গ্রহন করতে পারবে উচ্চশিক্ষা

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। আর উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। অর্থাৎ পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ। ধারণা করা হচ্ছে এবারে উচ্চশিক্ষায় লাখ লাখ আসন ফাঁকা পড়ে থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে এইচএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার থেকে প্রায় তিন লাখ আসন বেশি রয়েছে।

ইউজিসি ও ব্যানবেইস সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন রয়েছে ১৩ লাখ ২৬ হাজার ৪৮৬টি। আর এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। সারাদেশে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। এ হিসাবে অন্তত পৌনে ৩ লাখ আসন খালি থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের ক্ষুদ্র একটি অংশ উচ্চশিক্ষার জন্য বিদেশেও পাড়ি দেন।

জানা যায়, দেশের ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে আসন আছে ৬০ হাজার। বেসরকারি ১০৮টি বিশ্ববিদ্যালয়ে আছে ২ লাখ ৩ হাজার ৬৭৫টি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ২১৫টি সরকারি ও বেসরকারি কলেজে ৮ লাখ ৭২ হাজার ৮১৫ আসন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *