আন্তর্জাতিক

ইসরায়েলকে জবাবদিহিতায় আনার দাবি মালয়েশিয়ার

পবিত্র রমজান মাসেও আল-আকসা মসজিদে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের ওপর চলছে দমনপীড়ন। গ্রেফতার করা হয়েছে শতাধিক। এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড একদিকে যেমন বেআইনি, অবমাননাকর তেমনি চরমভাবে ফিলিস্তিনিদের মানবাধিকার এবং ইসলামের তৃতীয় বড় স্থানের পবিত্রতা লঙ্ঘন।

মূলত আল-আকসা মসজিদ কমপ্লেক্সে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদে ইবাদত করতে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী মুসল্লিদের আল-আকসা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *