বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

ইবি ক্যাম্পাসের আশেপাশে পরিবহন ভাড়া কমানোর দাবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আশপাশের এলাকার অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশবিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় থাকি। অনেকে টিউশনসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন রাস্তায় চলাচলকারী অটোরিকশা ও ইজিবাইকে হঠাৎ ভাড়া বাড়ানোর কারণে আমাদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে।’

এতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় টিউশনিতে বেতন খুবই কম। কারণ এলাকার লোকজন অধিকাংশই মধ্যবিত্ত। এ অবস্থায় আমরা জীবনধারণের যে অবলম্বন হিসেবে টিউশনকে গ্রহণ করেছি সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে। অটোরিকশা ও ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে দিলে আমরা উপকৃত হবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, তাদের (অটোরিকশা ও ইজিবাইক চালকদের) যদি কোনো সমিতি বা প্রতিনিধি থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য ভাড়াটা কমানো যায় কি না বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করা যায় কি না সেটা আমরা দেখবো। আমি সোমবার পরিবহন ডিরেক্টরকে উদ্যোগ নিতে বলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *