বিজ্ঞান ও প্রযুক্তি

ইনস্টাগ্রাম রিলসে এল নতুন ফিচার

প্রতিভা তুলে ধরে রিলস থেকে মোটা অঙ্কের অর্থ আয় করছেন কনটেন্ট ক্রিয়েটররা। এবার তাদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম রিলস।

নতুন কনটেন্ট তৈরির সময় অনেকেই সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানতে চান। এজন্য ট্রেন্ড বলে একটি অপশন পাওয়া যাবে ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাবে কোন রিলসগুলো ট্রেন্ডে রয়েছে। ধারণা পাওয়া যাবে কোন বিষয়ের উপর রিলস তৈরি করলে দর্শকের বেশি আকর্ষণ পাওয়া সম্ভব।

কোন গান বা মিউজিক বেশি ব্যবহার হয়েছে তাও এক জায়গা সেভ করে রাখা যাবে। এছাড়া রিলসের রিচ বাড়ানোর ক্ষেত্রে বেশ দরকারি হল হ্যাশট্যাগ। কোন হ্যাশট্যাগগুলো অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, তার খোঁজও দেবে ইনস্টাগ্রাম রিলস।

এছাড়া এডিটিংয়ের অপশনেও পরিবর্তন আসছে। এবার একটি স্ক্রিনের মধ্যে এডিটিং সংক্রান্ত একগুচ্ছ টুল পাওয়া যাবে। সাউন্ড থেকে স্টিকার, সব কিছুই এডিট করে যুক্ত করা যাবে রিলসে। একটি রিলস ব্যবহারকারীরা মোট কত সময় দেখেছেন সে তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *