বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

ইএমএস সিস্টেম ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহন

অনলাইনে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) ব্যবহারের মাধ্যমে প্রথমবারের মতো মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা-২০২০ এর প্রথম দিনের পরীক্ষা গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ১২২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ দিন পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের উপস্থিতি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে স্ক্যান করে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে তাৎক্ষণিকভাবে সফলভাবে পাঠানো হয়েছে। অনলাইনে এই ধরনের পরীক্ষা পরিচালন ব্যবস্থা বাংলাদেশে এটাই প্রথম।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত কাজগুলো যাতে দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে কম সময়ে করা যায়, সেজন্য ইএমএস সিস্টেম চালু করা হয়েছে। এটি এখন পরীক্ষামূলকভাবে মাস্টার্স পরীক্ষায় চালু হয়েছে। পর্যায়ক্রমে সকল পরীক্ষায় এই পদ্ধতি প্রবর্তন করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *