আন্তর্জাতিক

আবারো তুরষ্কের প্রেসিডেন্টের গদিতে এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার (২৮ মে) দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই মধ্যে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে। ৯৭ শতাংশ গণণা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, এরদোয়ানের পক্ষে ভোট পড়েছে ৫২ দশমিক ১ শতাংশ আর তার প্রধান বিরোধী কেমাল কিলিচদারওলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

এর আগে গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে একে পার্টির প্রধান রিসেপ তাইয়েপ এরদোয়ান কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপির নেতা কেমাল কিলিচদারওলুর কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় দফায়। রোববারের ভোটের ফলের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকা মূলত জাতীয়তাবাদী, রক্ষণশীলদের প্রিয় পাত্র ৬৯ বছর বয়সী এরদোয়ান আরও ৫ বছরের জন্য ক্ষমতা পেলেন।

প্রথম দফা নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পান ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারওলু পান ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট। ওই দফায় ৫ শতাংশের সামান্য বেশি ভোট পাওয়া সিনান ওগান সমর্থন দিয়েছেন এরদোয়ানকে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দফায় নির্বাচন নিয়ে যে উত্তাপ ছিল, দুই সপ্তাহের ব্যবধানে সেটি অনেক কমে আসে। ভোটারদের অনেকে শুরুর দফার মতো আগ্রহ পাননি বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন।সবমিলিয়ে দ্বিতীয় দফায় তুরস্কে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ। ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *