বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

আবারও চবির চারুকলা ইনস্টিটিউটে তালা দিল শিক্ষার্থীরা

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তারা ফটকে তালা ঝুলিয়ে দেন।

জানা যায়, এর আগে মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে টানা ৮২ দিন অবরুদ্ধ থাকে চবির চারুকলা অনুষদ। তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দীন নিজে গিয়ে তাদের মূল ক্যাম্পাসে ফেরার আগ পর্যন্ত ইনস্টিটিউট সংস্কার করে পাঠ উপযোগী করার আশ্বাস দেন।

কিন্তু এর সাতদিন পেরিয়ে গেলেও সংস্কার কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই শিক্ষার্থীরা পুনরায় ক্লাস বর্জন করে ইনস্টিটিউটের গেটে তালা ঝুলিয়ে দেন। এবার আর তারা সংস্কারের আশ্বাসে ক্লাসে ফিরবেন না। তাদের এক দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরা। এর আগ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *