বিনোদন

আইফা সেরা অভিনেতা ঋত্বিক, সেরা অভিনেত্রী আলিয়া

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। শনিবার (২৭ মে) সংযুক্ত আরব আমিরাতে বসেছিল এবারের ২৩তম আসর। এ অনুষ্ঠানে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। অন্যদিকে ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য হৃতিকের হাতে উঠেছে সেরা অভিনেতার পুরস্কার।

জাকজমকপূর্ণ এবারের আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— অভিষেক বচ্চন, ভিকি কৌশল, রাকুল প্রীত সিং, সালমান খান, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ। সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংসহ জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল।

সেরা অভিনেতা: হৃতিক রোশান (বিক্রম বেদা)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়ারি)

সেরা সিনেমা: দৃশ্যম-টু

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র সিনেমার রসিয়া গানের জন্য)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমার কেশরিয়া গানের জন্য)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *