সাজেশন

অষ্টম শ্রেণি – বাংলা | এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

১১. কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করে ‘বাংলা ভাষা’কে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করান?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে

১২. ৬ দফা আন্দোলন কিসের দাবি ছিল?

ক. স্বাধীনতার দাবি

খ. গণতন্ত্রের দাবি

গ. স্বায়ত্তশাসনের দাবি

ঘ. রাষ্ট্রভাষার দাবি

১৩. বঙ্গবন্ধুর ভাষণটিকে আমেরিকার কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?

ক. জর্জ ওয়াশিংটন

খ. আব্রাহাম লিংকন

গ. নেলসন ম্যান্ডেলা

ঘ. মার্টিন লুথার কিং

১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কোন সময় স্বাধীনতার ঘোষণা দেন?

ক. ২৫ মার্চ প্রথম প্রহরে

খ. ২৬ মার্চ প্রথম প্রহরে

গ. ২৭ মার্চ প্রথম প্রহরে

ঘ. ২৮ মার্চ প্রথম প্রহরে

১৫. আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র ব্যবহৃত হয়েছে—

i. দেশ রক্ষার জন্য

ii. নিরস্ত্র মানুষের ওপর

iii. সংগ্রামী জনতার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. ৭ মার্চ বঙ্গবন্ধু আনুমানিক কত লোকের উপস্থিতিতে ভাষণ দেন?

ক. ২ লক্ষ খ. ৫ লক্ষ

গ. ১০ লক্ষ ঘ. ১৫ লক্ষ

১৭. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে কত মিনিটের ভাষণ দেন?

ক. ১৮ মিনিটের খ. ১৯ মিনিটের

গ. ২১ মিনিটের ঘ. ২২ মিনিটের

১৮. জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন কবে?

ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে

গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭৫ সালে

১৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে?

ক. ১৯২০ সালের ৭ মার্চ

খ. ১৯২০ সালের ১৭ মার্চ

গ. ১৯২০ সালের ২০ মার্চ

ঘ. ১৯২০ সালের ২৭ মার্চ

২০. আইয়ুব খান মার্শাল ল জারি করে রেখেছিলেন কত দিন?

ক. ৮ বছর খ. ১০ বছর

গ. ১২ বছর ঘ. ১৫ বছর

সঠিক উত্তর

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ১১.গ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

সূত্র : প্রথমআলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *