খেলাধুলা

অভিষেকেই ডাবল ফিফটি করলন আইরিশ ব্যাটসম্যান টেক্টর

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয় হ্যারি টেক্টরের। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান রান করেছিলেন তিনি। এবার দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। যার সুবাদে প্রথম আইরিশ হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ ছুঁয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি পেসার খালেদ আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপ ও গালির মাঝে দিয়ে বাউন্ডারি মেরে ব্যাক টু ব্যাক ফিফটি তুলে নেন এই আইরিশম্যান। দ্বিতীয় ফিফটি ছুঁতে ১৪৫ বলে ৬ চার ও ১ ছয় মেরেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টের দুই ইনিংসে ফিফটি করা তৃতীয় ব্যাটসম্যান হেক্টর। আগের দুজনই পাকিস্তানের। ২০০৩ সালে ইয়াসির হামিদ দুই ইনিংসেই করেন সেঞ্চুরি (১৭০ ও ১০৫)। পরে ২০২১ সালে দুই ইনিংসে ৭৩ ও ৫২ রান করেন আব্দুল্লাহ শফিক।

একই শটে নিজের পাশাপাশি লরকান টাকারের সঙ্গে জুটিরও পঞ্চাশ পূরণ করেন টেক্টর। তবে সেই ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ৫৭তম ওভারে এলবিডব্লিউতে তাইজুলের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। বিদায়ের আগে ১৫৯ বলে ৫৬ রান করেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *