আগামী ৮ ডিসেম্বর থেকে কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আর শেষ হবে ১৫ ডিসেম্বর। এভাবে পর্যায়ক্রমে কয়েক ধাপে কলেজ ভর্তির আবেদন চলবে। জানুয়ারী মাসের মধ্যেই সকল ধরনের আবেদন প্রক্রিয়া শেষ হবে এবং ক্লাস শুরু হবে ফেব্রুয়ারী মাসে।
আজ সংশ্লিষ্ট সূত্র হতে এসব তথ্য জানা গেছে, এছাড়া প্রতিবারের মতো এবারও সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ১৫০ টাকা দিতে হবে প্রতি শিক্ষার্থীকে। টেলিটক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। এবার একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ হাজার টাকা
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন দ্যা ডেইলি বলেন, আগামী ১ ডিসেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে আমাদের সভা রয়েছে। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।