সরকারি বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

৭ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ

আগামী ৭ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীণবরণ অনুষ্ঠিত হবে। একাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির কনভেনর প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার জানিয়েছেন।

প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ওরিয়েন্টেশন দেয়ার বিষয়ে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ডিপার্টমেন্ট ভেদে ফাঁকা আসন সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, লাস্টের দিকে যারা ভর্তি হয়েছে তাদের কাজ চলতেছে। কোন ডিপার্টমেন্টে কতোটা সিট ফাঁকা আছে সেটা মাইগ্রেট হলে তখন বুঝা যাবে।

ভর্তি কমিটির টেকনিক্যাল কো-অর্ডিনেটর প্রফেসর মো. মাছুম জানান, কোটাসহ মোট ১ হাজার ৬’শ ৬৬টি আসনের বিপরীতে বিজ্ঞান বিভাগের ১২৭টি, ব্যবসায় শিক্ষা বিভাগের ৪টি এবং মানবিক বিভাগের ১৩টি আসন ফাঁকা রয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক ভর্তির জন্য ৭ বার শিক্ষার্থী ডেকে আসন সম্পূূর্ণ করতে পারেনি শাবি। ফলে বাধ্য হয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি। সে অনুযায়ী মোট ৮ বার কলের পর প্রাথমিক ভর্তি শেষে ১০৮টি আসন খালি রেখে গত ২৩ জানুয়ারি চূড়ান্ত ভর্তি নেয় তারা। তিন দিন ধরে চূড়ান্ত ভর্তি শেষে আরও ৩৬ টি আসন খালি হয়। ফলে ১৪৪ টি আসন খালি শিক্ষার্থীদেরকে ওরিয়েন্টেশন দিতে হচ্ছে শাবিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *