বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

৫৭ বছরে পদার্পন করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শুক্রবার (১৮ নভেম্বর) নানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। এইদিন ৫৭ বছরে পদার্পণ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  দিচ্ছে। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর দুশো ছাত্র ও চারটি বিভাগ নিয়ে ২১০০ একর আয়তনে যাত্রা শুরু করে পাহাড় ও অরণ্যে ঘেরা নৈসর্গিক ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ের অবস্থান । তাই শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১৯৮০ সালে চালু হয় শাটল ট্রেন। যা বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য ও স্বাতন্ত্র্য বৈশিষ্ট।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালনের উৎসব শুরু হয়। এরপর কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রবন্ধ পাঠ, আলোচনা সভার আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। এরপর বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।। আয়োজনে আবৃত্তি, নৃত্য, নাটকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় ব্যান্ডদল গান পরিবেশন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *