চাকরি সর্বশেষ

৪৫ তম বিসিএসের সার্কুলার প্রকাশিত আজ

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

পিএসসির এক সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সে সভাতেই ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।

গত সপ্তাহে ৪৫তম বিসিএসের পদের সংখ্যা নিয়েও ধারণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই হাজার ৩০৯ জনকে নিয়োগ দেওয়া হতে পারে। এর মধ্যে চিকিৎসক থাকবে ৫৩৯ জন। এর আগে সাধারণ বিসিএসে একসঙ্গে এত বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ৩৯তম (বিশেষ) ৪২তম বিসিএসে চিকিৎসক দেওয়া হয়।

পিএসসি’র এক কর্মকর্তা গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ৪৫তম বিসিএসের মাধ্যমে প্রায় ২ হাজার ৩০০ ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *