সর্বশেষ

৪৩তম বিসিএস লিখিতের খাতা দেখছেন ৮০৯ জন পরীক্ষক

আগামী বছরের জানুয়ারি মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেজন্য দ্রুত সময়ের মধ্যে লিখিতের খাতা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষকদের। ৮০৯ জন পরীক্ষকের মাধ্যমে এই খাতা মূল্যায়ন করা হচ্ছে।

জানা গেছে, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা প্রথম পরীক্ষকদের মাধ্যমে মূল্যায়ন শেষ হয়েছে। এই খাতা দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের কাজ চলছে। ৮০৯ জন পরীক্ষকের মাধ্যমে এই খাতা মূল্যায়ন করা হবে। এর মধ্যে ২১৬ জন পরীক্ষক দ্বিতীয় ধাপের খাতা মূল্যায়ন শেষ করে পিএসসিতে জমা দিয়েছেন।

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে পিএসসি’র সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, আমরা বিসিএসের জট খোলার চেষ্টা করছি। সেজন্য দ্রুত সময়ের মধ্যে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষকদের খাতা মূল্যায়নে কিছু সমস্যা পাওয়া গেছে। পরীক্ষকদের জমা দেওয়া খাতা নিয়ে পিএসসি’র কর্মকর্তারা কিছু ‘অবজারভেশন’ দিয়েছেন। বিষয়টি নিয়ে শিগগিরই সভা করা হবে। সভা শেষে সমস্যাগুলো সমাধান করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র একজন কর্মকর্তা জানান, ২১৬ জন দ্বিতীয় পরীক্ষক খাতা দেখা শেষ করেছেন। তবে সেই খাতাগুলোতে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেগুলো নিয়ে শিগগিরই কমিশন সভা করবে।

ওই কর্মকর্তা আরও জানান, চলতি ডিসেম্বর মাসের মধ্যে দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে ৪৩তম বিসিএসের খাতা মূল্যায়নের কাজ শেষ হবে। এরপর জানুয়ারি শুরুতে নম্বর এন্ট্রির কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে মধ্য জানুয়ারিতে ফল প্রকাশের চিন্তাভাবনা রয়েছে। তবে খাতা দেখায় বিলম্ব হলে জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *