বিজ্ঞান ও প্রযুক্তি সর্বশেষ

৩১ ডিসেম্বরের পর যেসব ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে বেশ পুরোনো মডেলের আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপের সেবাটি আর ব্যবহার করতে পারবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্টের’ প্রতিবেদন অনুযায়ী, ‘আইফোন ৫’, ‘৫সি’ এবং স্যামসাং, হুয়াওয়ে ও এলজি’সহ বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড মডেলে সেবাটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই নিষেধাজ্ঞা তালিকায় আছে ৪৯টি মডেলের স্মার্টফোন।

বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলছে, বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যারে ঘনঘনই পরিবর্তন আসে। ফলে, আমরা কোন অপারেটিং সিস্টেমগুলো সমর্থন করে আপডেট আনবো, তা আমরা নিয়মিতই পর্যবেক্ষণ করি।

মেসেজিং সেবাটি আরও বলেছে, এইসব ডিভাইসে সম্ভবত হোয়াটসঅ্যাপের সর্বশেষ নিরাপত্তা আপডেট বা এটি চালানোর মতো পর্যাপ্ত কার্যক্ষমতা নেই।

হোয়াটসঅ্যাপ বলছে, অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলোর মতোই, কোন ডিভাইসগুলো থেকে সমর্থন সরাতে হবে, তা বাছাই করতে আমরা প্রতি বছর যাচাই করে দেখি যে কোন ডিভাইস ও সফটওয়্যারগুলো সবচেয়ে পুরোনো ও এখন সবচেয়ে কম সংখ্যক লোকজন কোন মডেলগুলো ব্যবহার করছেন।

আইফোনের অপারেটিং সিস্টেম আপডেট করতে ডিভাইসের ‘জেনারেল’ সেটিংয়ে গিয়ে ‘সফটওয়্যার আপডেট’ অপশনটি বাছাইয়ের পরামর্শ দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

৩১ ডিসেম্বর থেকে হোয়াটসঅ্যাপের কার্যক্রম বন্ধ হবে এই ৪৯টি মডেলে:

অ্যাপল আইফোন ৫

অ্যাপল আইফোন ৫সি

আরকোস ৫৩ প্ল্যাটিনাম

গ্র্যান্ড এস ফ্লেক্স জিটিই

গ্র্যান্ড এক্স কোয়াড ভি৯৮৭ জিটিই

এইচটিসি ডিজায়ার ৫০০

হুয়াওয়ে অ্যাসেন্ড ডি

হুয়াওয়ে অ্যাসেন্ড ডি১

হুয়াওয়ে অ্যাসেন্ড ডি২

হুয়াওয়ে অ্যাসেন্ড জি৭৪০

হুয়াওয়ে অ্যাসেন্ড মেট

হুয়াওয়ে অ্যাসেন্ড পি১

কোয়াড এক্সএল

লেনোভো এ৮২০

এলজি ইন্যাক্ট

এলজি লুসিড ২

এলজি অপটিমাস ৪এক্স এইচডি

এলজি অপটিমাস এফ৩

এলজি অপটিমাস এফ৩কিউ

এলজি অপটিমাস এফ৫

এলজি অপটিমাস এফ৬

এলজি অপটিমাস এফ৭

এলজি অপটিমাস এল২ II

এলজি অপটিমাস এল৩ II

এলজি অপটিমাস এল৩ II ডুয়াল

এলজি অপটিমাস এল৪ II

এলজি অপটিমাস এল৪ II ডুয়াল

এলজি অপটিমাস এল৫

এলজি অপটিমাস এল৫ ডুয়াল

এলজি অপটিমাস এল৫ II

এলজি অপটিমাস এল৭

এলজি অপটিমাস এল৭ II

এলজি অপটিমাস এল৭ II ডুয়াল

এলজি অপটিমাস নাইট্রো এইচডি

মেমো জিটিই ভি৯৫৬

স্যামসাং গ্যালাক্সি এইস ২

স্যামসাং গ্যালাক্সি কোর

স্যামসাং গ্যালাক্সি এস২

স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি

স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড II

স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ২

সনি এক্সপেরিয়া আর্ক এস

সনি এক্সপেরিয়া মিরো

সনি এক্সপেরিয়া নিও এল

উইকো সিঙ্ক ফাইভ

উইকো ডার্কনাইট জিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *