টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। রোববার (১২ নভেম্বর) সালমান খান অভিনীত এই সিনেমাটি মুক্তি পায়। মূলত ঈদেই বলিউড ভাইজানের সিনামে মুক্তি পেতে দেখা গেছে।
তবে এবার সিনেমা মুক্তি দেওয়া হয়েছে ভারতের সবচেয়ে বড় উৎসব দীপাবলিতে। মুক্তির পরই সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে।
যশরাজ ফিল্মসের ‘টাইগার ৩’ বক্স অফিস যে ঝড় তুলবে তা, সবারই কাম্যই ছিল। দেখার বিষয় ছিল, সিনেমাটি কতদিনে ৩০০ কোটির ক্লাবের সদস্য হতে পারে! এছাড়া মুক্তির পর কোন কোন রেকর্ড ভাঙতে পারে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তির পর ষষ্ঠতম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
সিনেমাটির টিম থেকে প্রকাশ করা একটি প্রেস নোট এমনটাই বলছে।
তাদের দেওয়া তথ্যানুসারে, ‘টাইগার ৩’ ভারতে মুক্তির পর ৫দিনে ২২৯ কোটি (১৮৮.২৫ কোটি নেট) আয় করেছে। এটি বিশ্বব্যাপী ৭১ কোটি গ্রস (৮.৫০ মিলিয়ন) আয় করেছে। সে হিসেবে বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন পর্যন্ত ৩০০ কোটি (৩৬.১৫ মিলিয়ন)।