বিদ্যালয় বার্তা সর্বশেষ

২৮ নভেম্বর এসএসসির ফল ঘোষনা

আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।এমনটাই জানান আন্তঃবোর্ড শিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

নিয়মানুযায়ী এসএসসি পরীক্ষার শেষ হওয়ার ৬০ দিনের মধ্য ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিবছর ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রীসহ সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। এসময় তিনি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে দুপুরের দিকে বিস্তারিত ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তারপর অনলাইন ও মেসেজের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারে।

এবছর ১৫ সেপ্টেম্বর হতে নয়টি নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *